📜 Privacy Policy (StepUp Academy)
🔹 Introduction
Welcome to StepUp Academy (StepUp Academy)। আমরা আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে, আপনি আমাদের এই Privacy Policy এর সাথে সম্মত হচ্ছেন।
🔹 What Information We Collect
আমরা সাধারণত নিচের তথ্য সংগ্রহ করতে পারি:
- নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা
- অনলাইন এডমিশন ফর্মে দেওয়া একাডেমিক তথ্য
- আপনার মেসেজ বা যোগাযোগের তথ্য (Contact Form এর মাধ্যমে)
- Browsing Data (কুকিজ বা ওয়েবসাইট ব্যবহার সংক্রান্ত তথ্য)
🔹 How We Use Your Information
আপনার তথ্য আমরা নিম্নলিখিত কাজে ব্যবহার করি:
- ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা
- ক্লাস রুটিন, নোটিশ ও আপডেট জানানো
- শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রক্ষা
- ওয়েবসাইট ও সেবার মান উন্নত করা
🔹 Information Sharing
আমরা কখনোই আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করি না। শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে (যেমন: আইনগত কারণে বা অভিভাবকের সাথে যোগাযোগের জন্য) তথ্য ব্যবহার হতে পারে।
🔹 Data Security
আমরা Google Drive, Firebase এবং সুরক্ষিত ডাটাবেস ব্যবহার করি আপনার তথ্য সংরক্ষণের জন্য। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
🔹 Cookies Policy
আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করা হতে পারে যাতে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত হয়। আপনি চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ বন্ধ করতে পারবেন।
🔹 Your Rights
আপনি চাইলে যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
🔹 Contact Us
যদি আমাদের Privacy Policy সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে যোগাযোগ করুন:
- 📍 ঠিকানা: সাচিবুনিয়া (বিশ্বরোড মোড়), ফারুক সি-ফুডের বিপরীতে, লবণচরা, বটিয়াঘাটা, খুলনা।
- 📞 Director: মোঃ সাইফুল ইসলাম সাইন — 01400002722
- 📞 Assistant Director: মোঃ আরিফ হোসেন — 01733306721
- 📧 Email: stepupacademy.bd@gmail.com
✔️ এই পলিসি নিয়মিত আপডেট করা হবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।